Main Menu

সিলেটে ৯ ইউপিতে নৌকার জয়, বিদ্রোহীসহ অন্যরা ৭

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ১৬টি ইউনিয়নের ৯ টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহীরা বিজয়ী হয়েছেন। এছাড়া ২টিতে স্বতন্ত্র, ১টিতে জাতীয় পার্টি ও ১টিতে জাসদের প্রার্থী জয় পেয়েছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে সিলাম ইউনিয়নে আওয়ামী লীগের শাহ ওলিদুর রহমান, লালাবাজারে আওয়ামী লীগের তোয়াহিদুল হক তুহিন, জালালপুরে আওয়ামী লীগের ওয়েছ আহমদ, দাউদপুরে আওয়ামী লীগের আতিকুল হক আতিক ও মোগলাবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী ফখরুল ইসলাম শায়েস্তা বিজয়ী হয়েছেন।

গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এম নিজাম উদ্দিন, তোয়াকুলে আওয়ামী লীগের মো. লোকমান, নন্দিরগাঁওয়ে আওয়ামী লীগের এস কামরুল ইসলাম আমিরুল, ফতেহপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আমিনুর রশিদ চৌধুরী, লেংগুড়ায় আওয়ামী লীগের মো. মুজিবুর রহমান ও রুস্তুমপুরে স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন জয় পেয়েছেন।

জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর ইউনিয়নে জাতীয় পার্টির ফখরুল ইসলাম, চারিকাটায় জাসদের সুলতান করিম, দরবস্তে স্তন্ত্র প্রার্থী বাহারুল আলম বাহার ও ফতেহপুরে আওয়ামী লীগের রফিক আহমদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে আওয়ামী লীগের কামরুজ্জামান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী এবিএম জাকারিয়ার মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর অবশেষে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কামরুজ্জামান চৌধুরী।

তবে প্রাথমিকভাবে এসব ইউনিয়নে প্রাপ্ত ভোটের চূড়ান্ত হিসেব পাওয়া যায়নি।

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই শেষ হয়েছে ভোটগ্রহণ।

Share





Related News

Comments are Closed