ভূমিকম্পে কাঁপলো দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিলো ৫ দশমিক ৮। তবে দেশের কোথাও ভূমিকম্পের ফলে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৭ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।
এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ -ভারত-মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা।
ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে ভোর রাতে মানুষ আতংকিত হয়ে পড়েন। অনেকে বাসা-বাড়ী থেকে বেরিয়ে আসেন।
তবে ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ইউএসজিএস’র ওয়েবসাইটে জানানো হয়, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ভূমিকম্পটি সৃষ্টি হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
এখন পর্যন্ত রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, বান্দরবান, জামালপুর, খুলনা, বাগেরহাট, কুড়িগ্রাম, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই ভূমিকম্পের কারণে তাদের ভয় পাওয়ার খবর জানাচ্ছেন।
Related News

চট্রগ্রামে ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের আশেপাশের বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১ মে)Read More

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল ৪টাRead More
Comments are Closed