Main Menu

সিলেটে টিকটক করতে গিয়ে কিশোর নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজিরবাজার সেতুতে টিকটক করতে গিয়ে রেলিং থেকে সুরমা নদীতে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে সন্ধ্যা পর্যন্ত তার নাম-ঠিকানা কিছু জানা যায়নি।

স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থল থেকে দুপাশে প্রায় দু কিলোমিটার জায়গা খুঁজেও কিশোরকে উদ্ধার করতে পারেনি বা লাশের সন্ধান পায়নি। রোববার সকালে আবার তারা সন্ধান চালাবে।

এদিকে স্থানীয়রা জানান, শনিবার বেলা ২টার দিকে কাজিরবাজার সেতুর উপরে রেলিংয়ে ওঠে একদল শিশু-কিশোর টিকটক করছিলো। এসময় এক কিশোর নদীতে পড়ে গিয়ে মুহূর্তে তলিয়ে যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দিলে ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে একদল ডুবুরি সন্ধ্যা পর্যন্ত খুঁজেও নিখোঁজ কিশোরের সন্ধান পায়নি।

এ বিষয়ে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডিউটি অফিসার আশরাফুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আমাদের একটি ডুবুরি টিম বেলা আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজেও ওই কিশোরের সন্ধান পায়নি। রোববার সকালে আবারও উদ্ধার চেষ্টা চালানো হবে।

ওই কিশোরের নাম-ঠিকানা বা ওর সম্পর্কে কিছুই জানা যায়নি বলে জানান আশরাফুল ইসলাম।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, সন্ধ্যার দিকে খবর শুনে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। এখনও কেউ কোনো তথ্য আমাদের দিতে পারেনি। নিখোঁজ হওয়ার ব্যাপারেও কেউ আমাদের জানায়নি।

Share





Related News

Comments are Closed