Main Menu

সিলেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এডমিশন ফেয়ার শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহী ঈদগাহ টিবি গেইটে নব প্রতিষ্ঠিত আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে তিন দিন ব্যাপী এডমিশন ফেয়ার শুরু হয়েছে।

ইউনিভার্সিটির নিজস্ব ভবনে শনিবার (২০ নভেম্বর) থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী এডমিশন ফেয়ার চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত বলে জানিয়েছেন আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হক।

তিনি জানান- ইউনিভার্সিটির নিজস্ব ১০ তলা সুবিন্যস্ত ভবন, লাইব্রেরি, কম্পিউটার ল্যাবরেটরি সহ অন্যান্য ল্যাবরেটরি ও মেডিকেল সেন্টার সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০-২২ নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী এডমিশন ফেয়ার চলবে।

শনিবার (২০ নভেম্বর) আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির এডমিশন ফেয়ার উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হক।

এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ম্যানেজিং ট্রাস্টি ড. আহমদ আল ওয়ালী, ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. এস এম ফরিদুল ইসলাম লতিফী, ছাত্র কল্যাণ উপদেষ্টা মো. মাজেদ আহমদ, ডেপুটি রেজিস্ট্রার দেলোয়ার জাহান চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শামীম আহমদ, সীমান্তিক কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার সহ সিলেটের অনেক গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এডমিশন ফেয়ার উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের তিনটি ফ্যাকাল্টির অধীনস্থ প্রারম্ভিক প্রোগাম তথা ইইই, সিএসই, ইংলিশ, বিবিএ, এমবিএ, ইএমবিএ, এমপিএইচ এবং ফ্যাশন ডিজাইন এ শিক্ষার্থী ভর্তির সুযোগ প্রদান করা হয়েছে। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও প্রারম্ভিক বর্ষ হিসাবে এডমিশন ফেয়ার এ বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এডমিশন ফেয়ারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে র‌্যাফেল ড্র’র মাধ্যমে কম্পিউটার ও স্মার্টফোন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।

উল্লেখ্য যে, আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে রয়েছেন মুক্তিযোদ্ধা ও অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির। ভাইস চ্যান্সেলর হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হক। ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মমতাজ শামীম।

 

Share





Related News

Comments are Closed