Main Menu

দেশে পৌঁছেছে ভারতের উপহারের আরো ৯টি অ্যাম্বুলেন্স

বৈশাখী নিউজ ডেস্ক: বেনাপোল বন্দর দিয়ে ভারত সরকারের উপহারের আরও ৯টি অ্যাম্বুলেন্স দেশে প্রবেশ করেছে। এ নিয়ে পঞ্চম চালানে উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছাল। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে অ্যাম্বুলেন্স ৯টি বেনাপোল বন্দরে প্রবেশ করে।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ৪র্থ চালানে ২৯টি, ২৬ আগস্ট তৃতীয় চালানে ৪০টি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি ও ২১ মার্চ প্রথম চালানে ১টি অ্যাম্বুলেন্স দেশে আসে।

অ্যাম্বুলেন্স আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মেহেদী হাসান জানান, অ্যাম্বুলেন্সের আমদানিকারক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছে সিঅ্যান্ডএফ এজেন্ট জেড আর করপোরেশন। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল বন্দর থেকে উপহারের অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে নেওয়া হবে। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা সরকারের প্রতিনিধিদের হাতে অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করবেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পাশাপাশি রয়েছে বন্ধুত্বের সম্পর্ক। তাই বিভিন্ন দুর্যোগে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। বাংলাদেশও সাধ্যমতো ভারতের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম বলেন, বন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উপহারের অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় নেওয়া হবে। পঞ্চম চালানের মাধ্যমে ভারতের দেওয়া সবকটি অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছাল।

 

Share





Related News

Comments are Closed