Main Menu

লকডাউনে ৫ দেশে চালু হচ্ছে বিশেষ ফ্লাইট

বৈশাখী নিউজ ডেস্ক: কঠোর লকডাউন চলাকালে পাঁচ দেশে চালু হচ্ছে বিশেষ ফ্লাইট। তবে কবে নাগাদ এই ফ্লাইট চালু হবে সেই সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

বুধবার (১৪ এপ্রিল) বিদেশগামী কর্মীদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সংশ্লিষ্টরা আবার বৈঠক করে চূড়ান্তভাবে সব জানাবেন।

লকডাউনে যে পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চালু হচ্ছে সেগুলো হচ্ছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

সভায় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের এমডিসহ পদস্থ কর্মকর্তারা।

Share





Related News

Comments are Closed