করোনার টিকা নিয়ে নরওয়েতে ২৩ প্রবীণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেয়ার কয়েক দিনের মধ্যেই নরওয়েতে ২৩ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে।
তাদের সবাইকে দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়ো-এনটেক উদ্ভাবিত টিকা। নরেজিয়ান মেডিসিন এজেন্সি বলছে, গুরুতর অসুস্থদের ক্ষেত্রে এই টিকা খুব ঝুঁকিপূর্ণ হতে পারে।
দেশটির ইনস্টিটিউট অব পাবলিক হেলথ বলেছে, ‘যারা গুরুতর অসুস্থ তাদের ক্ষেত্রে টিকার খুব সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াও মারাত্মক রূপ ধারণ করতে পারে। যাদের জীবনকাল শেষ প্রান্তে তাদের ক্ষেত্রে টিকা নেয়ার উপকারিতা খুবই সীমিত বা অপ্রাসঙ্গিক হতে পারে।’
এই নির্দেশনা যেসব তরুণ সুস্থ মানুষ টিকা পরিহার করে চলছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছে নরওয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
তবে টিকার এমন পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি। তবে কোভিড টিকার নিরাপত্তা বিষয়টিতে নজর রাখা হচ্ছে বলে জানালেন ইইউর মেডিসিন অ্যাজেন্সির প্রধান এমার কুক।
Related News

কলম্বিয়ায় সড়কে ঝরল কূটনীতিকসহ তিনজনের প্রাণ
আন্হর্জাতিক ডেস্ত: কলম্বিয়ায় একটি প্রাইভেটকার খাদে পড়ে পানামার কূটনীতিকসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২Read More

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২৫ লাখ ৬০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। চলছে দ্বিতীয় ঢেউ। করোনার টিকা আবিষ্কার হলেওRead More
Comments are Closed