সিলেট আইনজীবী সমিতিতে নির্বাচিত হলেন যারা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১ হাজার ৬১০ জন ভোটারের মধ্যে ১৩৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এবারের নির্বাচনে পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএম ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদ পদে ফজলুল হক সেলিম ও মাহফুজুর রহমানের ভোট সমান সমান হওয়ায় তাদের ফলাফল স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে এ পদের ফলাফল ঘোষণা করা হবে।
সিলেট জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী এটিএম ফয়েজ উদ্দিন ৮৭১ ভোট পেয়ে সভাপতি, এ কে এম ফখরুল ইসলাম ৬৪০ ভোট পেয়ে সহ-সভাপতি-১, পান্না লাল দাস ৪৪৪ ভোট পেয়ে সহ-সভাপতি-২, সাধারন সম্পাদক পদে মোঃ ফজলুল হক সেলিম ৬২৭ ফলাফল স্থগিত, মাহফুজুর রহমান ৬২৭ ফলাফল স্থগিত, মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু) ৪৩২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১ পদে, মুমিনুর রহমান (টিটু) ৬৩৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মোঃ আজিম উদ্দীন ৫২১ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক পদে, মোঃ মকসুদ আহমদ ৭৩১ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে, মোহাম্মদ আব্দুল মুকিত (অপি) ৫৬৪ ভোট পেয়ে লাইব্রেরী সম্পাদক পদে, মোঃ আলিম উদ্দীন ৫৯২ ভোট পেয়ে প্রধান নির্বাচন কমিশনার পদে, মইনুল হক ৭৩৭ ভোট ও মোহাম্মদ মঈনুল ইসলাম ৬৮৫ ভোট পেয়ে সহকারী নির্বাচন কমিশনার পদে, কবির আহমদ ৮৫৯ ভোট, মোঃ কাওছার আহমদ ৮০২ ভোট ও মোবারক হোসাইন ৬৬৩ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও, সমিতির কার্যনির্বাহী কমিটির ১১টি সদস্য পদে আব্দুল গফফার ৯৫৫ ভোট, মোঃ ওবায়দুর রহমান ৮০৭ ভোট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ৭৮৮ ভোট, কল্যাণ চৌধুরী ৭৪২ ভোট, মোঃ রাজ উদ্দিন ৭৪১ ভোট, মোঃ আব্দুল মান্নান চৌধুরী ৭২৩ ভোট, এ.এস.এম. আব্দুল গফুর ৭১১ ভোট, লুৎফা বেগম চৌধুরী ৭১০ ভোট, জসিম উদ্দিন আহমদ ৬৫২ ভোট, এম.ই.এম. ইকবালুর রহমান ৬২৯ ভোট ও আবু মোহাম্মদ আসাদ ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এবারের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করছেন ৫৮ জন আইনজীবী প্রার্থী। শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ এমদাদুল হক এডভোকেট। এসময় তাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার মোঃ লিয়াকত আলী এডভোকেট ও শ্রী জয়জিত আচার্য্য এডভোকেট।
Related News

‘অবৈধভাবে চুনাপাথর ব্যবসার খোলাবাজার দখলের চেষ্টা করছে লাফার্জ’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবৈধভাবে চুনাপাথর ব্যবসার খোলাবাজার নিয়ন্ত্রনের চেষ্টা করছে বহুজাতিক কোম্পানী লাফার্স হোলসিম।Read More

‘সেন্ডমার্ক এগ্রো ফার্ম’ দখলে ষড়যন্ত্রে লিপ্ত কোম্পানীর এমডি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২০১৪ সাল থেকে নেই সাধারণ সভা। নেই হিসেব-নিকাষ। শেয়ার হোল্ডাররা পাওনাRead More
Comments are Closed