করোনার টিকা গণহারে দেওয়ার নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহের শেষের দিকে মহামারি করোনা ভাইরাসে রাশিয়ায় তৈরি টিকা গণহারে প্রদানের নির্দেশ দিয়েছেন। বুধবার (২ ডিসেম্বর) এক টেলি কনফারেন্সে পুতিন এ নির্দেশ দেন।
রাশিয়ার গণমাধ্যম আরটি জানায়, করোনা চিকিৎসায় জড়িত স্বাস্থ্যকর্মী এবং শিক্ষকদের প্রথমে করোনার টিকা দেওয়া হবে। এছাড়াও দেশটির সব নাগরিক বিনামূল্যে এই ভ্যাকসিন পাবে বলেও উল্লেখ করা হয়।
আরটি আরো জানায় রাশিয়ার ফার্মা ইন্ডাস্ট্রি বড় আকারের টিকা দেওয়ার জন্য প্রস্তুত। আগামী কয়েকদিনের মধ্যেই করোনা প্রতিরোধী ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ অন্তত ২০ লাখ ডোজ উৎপাদন করা হবে।
এর আগে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করে, স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগের ৪২ দিন পরের ফলাফল দেখেই এর কার্যকারিতা বিচার করা হয়েছে। দেখা গেছে, প্রথম ডোজ় প্রয়োগের মাত্র ২৮ দিন পরেই ৯১ দশমিক ৪ শতাংশ সাফল্যের প্রমাণ দিয়েছিল ভ্যাকসিনটি। ৪২ দিন পরে, অর্থাৎ দ্বিতীয় ডোজ প্রয়োগের পরে দেখা গেছে, সেটি ৯৫ শতাংশ কার্যকর! রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ফলাফল দ্বিতীয়বার অন্তর্বর্তী বিশ্লেষণের পরেই এ বিষয়ে তারা নিশ্চিত হয়েছে।
Related News

করোনায় আবারও সর্বোচ্চ মৃত্যু দেখল ব্রিটিশরা
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ এবং ইউরোপসহ কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরন।Read More

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ২১ লাখ ৬৬ হাজার
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ এবং ইউরোপসহ কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরন।Read More
Comments are Closed