সিকৃবির সহকারী রেজিস্ট্রারের অকালমৃত্যু

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমীন রহমান তানিয়া মারা গেছেন। রবিবার রাতে নগরীর রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শারমীন রহমান তানিয়া মৃত্যুর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সুহাসীনি দাস হলের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে রোববার রাতে শারমীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রেজিস্ট্রার শোকপ্রকাশ করেছেন। সিকৃবি অফিসার পরিষদ শোকবার্তা প্রকাশ করেছে এবং মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।
আজ ২ নভেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবছর করোনা মহামারি পরিস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন আনুষ্ঠানিকভাবে না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে সহকারী রেজিস্ট্রারের মৃত্যুর খবর সিকৃবি ক্যাম্পাসের পরিবেশকে আরো ভারী করে তুলেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা শোকপ্রকাশের জন্য কালোব্যাজ ধারন করে অফিস করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
Related News

সিলেটে বিষপানে যুবতীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কীটনাশন জাতীয় বিষ পান করার পর সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একRead More

করোনায় মারা গেলেন সিকৃবির প্রফেসর ড. মাহফুজুল হক
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত¡ ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচRead More
Comments are Closed