সিলেট থেকে কম খরচে দেশ ঘুরাবে লতিফ হলিডেইজ

পর্যটন ডেস্ক: করোনা পরিস্থিতি মোকাবেলা ও স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষ এখন প্রায় স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়েছেন। করোনাকালে যারা ঘরে বসে বিরক্ত হয়ে গেছেন তাদের এবং ভ্রমণপিপাসুদের জন্য সাশ্রয়ী প্যাকেজ নিয়ে এসেছে লতিফ হলিডেইজ।
‘ঘুরে দেখি নিজ দেশ, কি সুন্দর বাংলাদেশ’-এই স্লোগানে সিলেট থেকে দেশের বিভিন্ন প্রান্তে থাকা আকর্ষণীয় পর্যটন স্পটগুলোর সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিচ্ছে লতিফ হলিডেইজ। কম খরচের এসব প্যাকেজে থাকছে নানা সুবিধা।
স্বাস্থ্যবিধি পালন ও প্রশিক্ষিত গাইডের মাধ্যমে পরিচালিত ট্যুরগুলো যে কারোর জন্য স্বাচ্ছন্দের হতে পারে। পুরো অক্টোবর মাসে লতিফ হলিডেইজের পরবর্তী গ্রুপ ট্যুরের সূচি ও প্যাকেজ মূল্যগুলো হলো-
*টাঙ্গুয়ার হাওর ০১ রাত ২ দিন যাত্রার তারিখ-১৬ অক্টোবর প্যাকেজ মূল্য ২৫০০ টাকা (জনপ্রতি), *সাদাপাথর, রাতারগুল ডে ট্যুর যাত্রার তারিখ- ১৬ অক্টোবর, প্যাকেজ মূল্য ৯৫০ টাকা (জনপ্রতি), * হামহাম অ্যাডভেঞ্চার ট্যুর যাত্রার তারিখ- ২৩ অক্টোবর, প্যাকেজ মূল্য ৮৯০ টাকা (জনপ্রতি), *সাজেক ট্যুর ৪ রাত ৩ দিন, যাত্রার তারিখ-২৪ অক্টোবর, প্যাকেজ মূল্য ৯০০০ টাকা হতে শুরু (জনপ্রতি), * পানাম সিটি, সোনারগাঁ ডে ট্যুর যাত্রার তারিখ- ৩০ অক্টোবর, প্যাকেজ মূল্য ১৬৯০ টাকা (জনপ্রতি), *বান্দরবান ট্যুর ৪ রাত ৪ দিন যাত্রার তারিখ ০৬ নভেম্বর, প্যাকেজ মূল্য ৬৫০০ টাকা (জনপ্রতি)।
প্যাকেজগুলোর বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে নিচের ঠিকানায়- লতিফ হলিডেইজ, লতিফ ট্রাভেলস রোজ ভিউ কমপ্লেক্স (নীচ তলা), উপশহর, সিলেট। মোবাইল- 01711789041, 01700788153, Email: latifholidays@gmail.com, amarsylhet19@gmail.com।
Related News

ঘুরে এলাম রূপকথার রাজ্য: আলীর গুহা বা সুড়ঙ্গ
কবির হোসেন: ০৫ জুন ২০১৯, পবিত্র ঈদ-উল-ফিতর এর সারাদিন কাটালাম বাড়িতে শুয়ে বসে। ব্যাগ মোটামুটিRead More

রাতারগুলে প্রবেশ-ভিডিও ধারণ-নৌকা ভ্রমণে ফি দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক ।। দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল এলাকায় প্রবেশ, ভিডিও ধারণ ও নৌকাRead More
Comments are Closed