Main Menu

সিলেটে সাংবাদিক বাবলু ও সুলতান করোনাক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকাল এর সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ হিউম্যান রাইটর্স জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু এবং দৈনিক আলোকিত সময়ের সিলেট ব্যুরো প্রধান সুলতান সুমন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ।

তারা দুজনেই সুস্থ আছেন। নিজেরা বাসায় আইসোলেশনে আছেন। এর আগে সিলেটের আরো ৪ টিভি সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন।

ফয়সল আহমদ বাবলু ও সুলতান জানিয়েছেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোন একস্থান থেকে তারা আক্রান্ত হয়ে থাকতে পারেন।

আক্রান্তরা আরো জানান, তাদের শরীরে একটু জ্বরের লক্ষণ দেখা দেওয়ায় ৩১ মে কোভিড-১৯ টেস্ট করান। আর ৪ মে তাদের পজেটিভ রেজাল্ট আসে। তবে বর্তমানে তারা দু’জন সুস্থ আছেন। তাদের শরীরে বর্তমানে কোন উপসর্গ নেই এবং দুজনই আইসোলেশনে রয়েছেন।

ফয়সল আহমদ বাবলু ও সুলতান সুমন সবার কাছে দোয়া চেয়েছেন। আর সবাইকে সতর্কতার সাথে চলাচল করার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে সিলেটের আরো ৪ সাংবাদিকের শরীরে কোভিড-১৯ পজেটিভ আসে । তাদের মধ্যে রয়েছেন একাত্তর টিভির সিলেট প্রতিনিধি ইকবাল মাহমুদ, যমুনা টিভির ক্যামেরা পার্সন নিরানন্দ পাল, ইন্ডিপেণ্ডেন্ট টেলিভিশনের মাধব কর্মকার ও চ্যানেল এস এর রুহিন আহমদ। তারা সবাই সুস্থ রয়েছেন এবং আইসোলেশনে আছেন।

Share





Related News

Comments are Closed