Main Menu

শ্বাসকষ্ট নিয়ে শামসুদ্দিনে ভর্তি কাউন্সিলর আজাদ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ শ্বাসকষ্ট নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বেলা পৌনে ২টার দিকে তাকে বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্বাসকষ্ট নিয়ে কাউন্সিলর আজাদ আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে শামসুদ্দিন হাসপাতালে এসে ভর্তি হন। বর্তমানে তার চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

এর আগে ২৪ মে রোববার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

এরপর থেকে তিনি তার টিলাগড়স্থ বাসায় আইসোলেশনে ছিলেন। এ সময় তার শরীরে কোনো উপসর্গ ছিল না।

0Shares

Related News

Comments are Closed