Main Menu

করোনায় কোন জেলায় কতজন আক্রান্ত?

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন করে পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১ জনে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, এ পর্যন্ত ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। দেশে এ পর্যন্ত ৬ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কেউ মারা যাননি।

আর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) আক্রান্ত ৬১ জনের জেলা ভিত্তিক তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, ৮ জেলায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সর্বাধিক ৩৬ জন রাজধানী ঢাকাতে। মাদারীপুরে ১০ জন।

৬ জন করোনায় আক্রান্তের তথ্য পাওয়া গেছে নারায়ণগঞ্জে। ৪ জন আক্রান্ত হয়েছেন উত্তরের জেলা গাইবান্ধায়। আর ১ জন করে রোগী শনাক্ত হয়েছেন রংপুর, গাজীপুর, কুমিল্লা ও কক্সবাজারে।

এদিকে শুক্রবার রাতে বন্দর নগরী চট্টগ্রামে এক রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ওই রোগীকে চট্টগ্রামে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই রোগীকে তালিকার ম্যাপে দেয়া হয়নি।

0Shares

Related News

Comments are Closed