Main Menu

তাহিরপুরে ট্রলির চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাতে চালিত ট্রলি চাপায় রবিন মিয়া (১০) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে ও স্থানীয় নুরে মদিনা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার সকালে উপজেলার কলাগাঁও গ্রামের বাবুল মিয়ার ছেলে আল আমিন নিজেদের ট্রলি দিয়ে তিন সহোদর সাথে নিয়ে বসতবাড়ির মাটি ভরাটের কাজে নামেন। সকাল ১০টার দিকে মাটিবোঝাই ট্রলি চালিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির সামনের সড়কে আসার পরপরই ট্রলি উল্টে যায়। এসময় ট্রলিতে থাকা ছোট ভাই মাদ্রাসাছাত্র রবিন ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি মোঃ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলিতে থাকা মাদ্রাসা ছাত্র রবিন অনিচ্ছাকৃত দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের ইচ্ছা প্রকাশ করেছেন নিহতের পরিবার।

Share





Related News

Comments are Closed