Main Menu

সিলেটে যুবক খুনের ঘটনায় মামলা, আটক ১

বৈখাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রায়নগরে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে; এ ঘটনায় পুলিশ একজনকে আটকও করেছে।

নিহত শাহীন ইসলামের (২৫) ছোটভাই লাহিন ইসলাম বাদি হয়ে শনিবার রাতে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি ৪-৫ জনকে আসামিও করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তবে তদন্তের সুবিধার্থে আটক ব্যক্তির নাম প্রকাশ করেননি। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নিহত শাহিন ইসলাম (২৫) কুমিল্লা জেলার লাকসাম থানার ইসলামপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। সে বর্তমানে নগরীর রায়নগর এলাকার বসুন্ধরা-৫ নং বাসার বাসিন্দা। সে পেশায় অটোরিকশা চালক বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) বেলা ৩টার দিকে নিজ বাসার সামনে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। তার শরীরে দুটি আঘাতের চিহ্ন পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

0Shares

Related News

Comments are Closed