Main Menu

আসামের এনআরসির সব তথ্য গায়েব

আন্তর্জাতিক ডেস্ক: সরকারি ওয়েবসাইট থেকে গায়েব হয়ে গেছে আসামের জাতীয় নাগিরকপঞ্জির (এনআরসি) সব তথ্য। দুই মাস ধরে ওই ওয়েবসাইটে কোনো তথ্যই নেই। এই খবরে বিস্ময় প্রকাশ করেছে আসাম প্রদেশ কংগ্রেস । দেখা দিয়েছে চাঞ্চল্য।

বিধানসভার বিরোধী নেতা দেবব্রত শইকিয়া বলেছেন, ‘এনআরসির ওয়েবসাইট থেকে সব তথ্য হাওয়া। তালিকায় কার নাম আছে কার বাদ গেছে, কিছুই জানা যাচ্ছে না।’

‘সুপ্রিম কোর্টই ওই সব তথ্য অনলাইনে প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন, যাতে সাধারণ মানুষ সব জানতে পারেন। আচমকা কীভাবে সব হাওয়া হয়ে গেল তা রহস্যজনক লাগছে। এর পেছনে ষড়যন্ত্র আছে।’- বলেও যোগ করেন তিনি।

আসামে এনআরসির বর্তমান কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার জন্যই এই সমস্যা। এই বিপত্তির জন্য তিনি দায়ী করেছেন পূর্বতন কো-অর্ডিনেটর প্রতীক হাজেলাকে।’

তাঁর দাবি, ‘গত বছরের ১৯ অক্টোবর পর্যন্ত উইপ্রোর সঙ্গে চুক্তি ছিল। কিন্তু পূর্বতন কো-অর্ডিনেটর তা নবায়ন করেননি। সে জন্য ১৫ ডিসেম্বর থেকে কিছুই দেখা যাচ্ছে না।’

Share





Related News

Comments are Closed