Main Menu

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: শাবান মাহমুদ

জাবি প্রতিনিধি: ‘সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পেশাদারিত্ব আর একতা না থাকলে সাংবাদিকরা গুরুত্ব হারাবে।’ শনিবার সন্ধ্যা ছয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাথে এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ এ কথা বলেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাংবাদিকতা অন্য সব সাধারণ পেশার মতো পেশা নয়। এটি একটি সেবামূলক মহৎ পেশা। পেশাদারিত্ব ও নৈতিকতা না থাকলে সাংবাদিকতা সমাজের জন্য সুফল বয়ে আনতে পারে না।’ তিনি সাংবাদিকদের দল মত নির্বিশেষে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

নবীণ সাংবাদিকদেরকে আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু ছিলেন সাংবাদিকদের কাছের মানুষ। তাই কোন নির্দিষ্ট পক্ষ বা দলকানা না হয়ে মুক্তিযুদ্ধের মহান আদর্শকে ধারণ করে সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখতে হবে।

আলাপকালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আগামী দিনগুলোতে উত্তরোত্তর সফলতা কামনা করেন। এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মো. মুসা সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed