Main Menu

সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সিলেটে আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং কমপ্লেক্সের সপ্তম তলায় এ কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

মোমেনের সাথে তাঁর বড় ভাই ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও ছিলেন।

কার্যালয় উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এলাকার সকল মানুষের সাথে আমার যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে এই কার্যালয়। বিভিন্ন ধরনের সেবা এলাকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবে এই কার্যালয়। মানুষ নিজের অভিযোগ-অনুযোগ সব এই কার্যালয়ের মাধ্যমে আমাকে জানতে পারবেন।’

তিনি বলেন, ‘কার্যালয়ে আসা সকল অভিযোগ ঢাকায় আমার কাছে পাঠানো হবে। যেসব অভিযোগ স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব, সেগুলো করা হবে। আর যেসব অভিযোগ উচ্চপর্যায় থেকে করা প্রয়োজন, তাও আমি দেখবো।’

মোমেন বলেন, ‘আজ থেকে আমার কার্যালয় সবার জন্য খোলা। প্রতিদিন এ কার্যালয়ে যে কেউ আসতে পারবেন।’

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রণজিৎ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

0Shares

Related News

Comments are Closed