Main Menu

টেকনাফে পাহাড় ধসে দুই শিশু নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে দুই শিশু মারা গেছে। আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পল্লান পাড়ার রবিউল আলমের ছেলে মেহেদী হাসান (৯) ও মোহাম্মদ আলমের মেয়ে আলিফা (৫)।

স্থানীয়রা জানান, ভারী বৃষ্টিপাতের কারণে ভোরে মাটি চাপা পড়ে দুই পরিবারের লোকজন আহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক খান আলম শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে ঘটনায় দুটি শিশু মারা গেছে। ঘটনাস্থল পরির্দশ করেছি, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবার দুটিকে আর্থিক অনুদান দেওয়া হবে। এছাড়া পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ভারী বর্ষণের কারণে টেকনাফ উপজেলার বেশ কয়েকটি গ্রাম পানিবন্দি হয়ে আছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্থদের তালিকা করে সাহায্য দেওয়া হবে।

টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, বৃষ্টির পানিতে বেশ কয়েকটি গ্রামের শত শত মানুষ পানি বন্দি হয়ে আছে। এলাকায় গিয়ে তাদের খোজঁ খবর নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে কক্সবাজারে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে,গত ২৪ ঘণ্টায় ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Share





Related News

Comments are Closed