Main Menu

পটিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার ১২ (এপ্রিল) বিকেলে উপজেলার মনসার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মো. ওসমানের পুত্র আবদুল্লাহ আল মামুন ওরফে হৃদয় (২২) এবং একই এলাকার ফোরকান বাদশার পুত্র মো. ইমরান (১৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী দুইজন বোয়ালখালী উপজেলার দিকে যাওয়ার সময় পটিয়া থেকে ছেড়ে যাওয়া বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

Related News

Comments are Closed