পটিয়ায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার ১২ (এপ্রিল) বিকেলে উপজেলার মনসার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মো. ওসমানের পুত্র আবদুল্লাহ আল মামুন ওরফে হৃদয় (২২) এবং একই এলাকার ফোরকান বাদশার পুত্র মো. ইমরান (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আরোহী দুইজন বোয়ালখালী উপজেলার দিকে যাওয়ার সময় পটিয়া থেকে ছেড়ে যাওয়া বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News

হত্যার পর স্ত্রীকে ১১ টুকরো, ‘ঘাতক’ স্বামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ ১১ টুকরোRead More

সাগরের ঢেউয়ে ভেসে গেল চবির ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের হিমছড়ি সৈকতে পানিতে নেমে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী। তাদেরRead More
Comments are Closed