সংস্কারের দাবিতে সড়কে ধান রোপণ করে প্রতিবাদ!
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে একটি রাস্তায় দীর্ঘদিন থেকে সংস্কার কাজ না হওয়ায় এলাকার লোকজন প্রতিবাদ জানিয়ে ওই রাস্তায় ধান রোপন এবং রাস্তার পাশে মানববন্ধন করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (২২ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ ইটারঘাট রাস্তায় স্থানীয় লোকজন ধান রোপন করে মানববন্ধন করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন অংশগ্রহণ করেন। এলাকাবাসী এ সময় রাস্তার উপর ধান রোপন করে তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান তফজ্জুল হোসেন চিনু, সমাজসেবক খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মুস্তাকিম আলী, প্রবাসী আব্দুল হান্নান, নাজিম উদ্দিন, আব্দুল হাকিম, মো. রুবেল রানা, মৌলানা আমির উদ্দিন কাসেম ও শামিম মাহমুদ প্রমুখ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের অভাবে পড়ে রয়েছে। রাস্তাটি উপজেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। রোগীসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের যাতায়াতে খুবই সমস্যায় পড়তে হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রাস্তা সংস্কারের জন্য ৫ টন চাল বরাদ্দ থাকলেও কেন কাজ হয়নি তা সকলের কাছে অদৃশ্য রয়েছে।
জানতে চাইলে শরীফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী ৫ টন চাল বরাদ্দের কথা স্বীকার করে জানান, রাস্তা সংস্কারে প্রায় আড়াই মাস আগে বরাদ্দ হয়েছে ঠিকই, কিন্তু এখনও বরাদ্দের অনুমোদন আসেনি। যার কারণে কাজ হচ্ছে না। সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের আর্থিক দুর্বলতা থাকায় তিনিও সংস্কার কাজ করাতে পারছেন না। তবে বরাদ্দের অনুমোদন এলে আমি তাকে দিয়ে (ইউপি সদস্য) কাজ করাব।
তিনি আরো বলেন, এলাকার কয়েকজন যুবক মিলে শুনেছি বুধবার একটি মানববন্ধন করেছে।
Related News

রাজনগরে ৪০০ আ.লীগ নেতাকর্মীর নামে মামলা
রাজনগর সংবাদদাতা : মৌলভীবাজারের রাজনগরে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গতRead More

কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ১০দিনের ব্যবধানে ফের তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি)Read More
Comments are Closed