Main Menu

নিউজিল্যান্ডে হামলাকারীর বিরুদ্ধে ৫০ খুনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদের হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে ৫০ জনকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে আরও বেশ কয়েক জনকে হত্যা চেষ্টার অভিযোগও দায়ের করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ আনা হয়।

শুক্রবার (৫ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হবে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে নিউজিল্যান্ডের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, শুক্রবার উচ্চ আদালতে শুনানির জন্য আদালতে হাজির করা হবে ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় অভিযুক্ত ব্যক্তিকে। তার বিরুদ্ধে ৫০ জনকে হত্যা এবং আরও ৩৯ জনকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

অন্যান্য অভিযোগগুলো এখনো বিবেচনায় রাখা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে এসব অভিযোগ গুলো কি সে বিষয়ে কিছু জানানো হয়নি। অভিযুক্ত ব্যক্তির ছবি তোলা বা আদালতে প্রবেশে মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা এনেছে আদালত।

গত ১৬ মার্চ প্রথমবারের মতো আদালতে হাজির করা হয় ব্রেন্টনকে। শুক্রবার তাকে দ্বিতীয় বারের মতো আদালতে হাজির করা হবে। এর আগ পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করে ক্রাইস্টচার্চের আদালত।

Share





Related News

Comments are Closed