Main Menu

আমরণ অনশনে রোকেয়া হলের পাঁচ ছাত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সদ্যসমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন রোকেয়া হলের পাঁচ শিক্ষার্থী।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা ক্যাম্পাসে তাদের হলের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

অনশনে অংশ নেয়া শিক্ষার্থীরা হলেন- সাইয়া আফরিন সাফি, রাফিয়া সুলতানা, শ্রাবন্য শফিক দিপ্তী, জয়ন্তী রেজা ও প্রমিক এশা।

তারা রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ, ডাকসু পুনর্নির্বাচন, ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নূরসহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামেন।

অনশনকারী শিক্ষার্থী সাইদা আফরিন সাফি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। আমরা আশা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন মানবিক হবেন ও আমাদের যৌক্তিক দাবি মেনে নেবেন।’

এসময় তাদের আন্দোলনে হলের অন্যান্য শিক্ষার্থীরাও যোগ দেয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন করেন ঢাবি আরও পাঁচ শিক্ষার্থী। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখার ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ অনুষ্ঠেয় ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল আধিপত্য বজায় রাখলেও ভিপি পদে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের কাছে পরাজিত হন।

Share





Related News

Comments are Closed