Main Menu

বিশ্বনাথে শিশু কন্যাকে পাশবিকতার অভিযোগে যুবক গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে সাড়ে ৪ বছরের এক শিশু কন্যা পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের নভাগ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এঘটনায় অভিযুক্ত যুবক সাজু মিয়া (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। সে নভাগ গ্রামের মনফর মিয়ার পুত্র। এঘটনায় ওই শিশু কন্যার মামা আব্দুর রব বাদী হয়ে বৃহস্পতিবার বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১।
জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ১২টায় ওই শিশু কন্যা বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। এ সময় সাজু মিয়া শিশুটিকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে তার (সাজু) বসত ঘরে নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন করে। শিশুটিকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কিছু লোক চেষ্টা করলে খবর পেয়ে যায় বিশ্বনাথ থানা পুলিশ। এরপর বুধবার দিবাগত রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত সাজু মিয়াকে গ্রেফতার করে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের ও অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed