ঝিনাইদহে হিন্দু পুরোহিতকে গলা কেটে হত্যা
নিউজ ডেস্ক: ঝিনাইদহ সদরের নলডাঙ্গা মন্দিরের পুরোহিত অানন্দ গোপাল গাঙ্গুলীকে (৭০) গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
মঙ্গলবার সকাল ৯টার পর করাতিপাড়ার বাড়ি থেকে সাইকেলে করে মন্দিরে যাওয়ার সময় মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতরে আক্রান্ত হন তিনি।
দেশে সন্দেহাভাজন ইসলামি জঙ্গিদের হাতে ধর্মগুরুসহ একের পর এক হত্যাকাণ্ডের মধ্যেই এ ঘটনা ঘটল।
ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কোনো কারণ জানা যায়নি।
মোটরসাইকেলে আসা তিন যুবক তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে মিল থাকায় এ ঘটনার পেছনেও জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছেন সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল।
Related News
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ ৩ জনের মৃত্যুRead More
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০Read More
Comments are Closed