খাদিমনগরে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে তীব্র শীতে কষ্টে থাকা দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৬ জানুয়ারী) জামায়াতের সদর উপজেলা শাখার উদ্যোগে বেশ কয়েকটি গ্রামে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণকালে বক্তারা বলেন, তীব্র শৈত্যপ্রবাহের কারণে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকে খাদিমনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কয়েকশ শীতার্ত মানুষের হাতে কম্বল ও গরম কাপড় তুলে দেওয়া হয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত তাদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অভাবগ্রস্ত মানুষের সেবা করা কেবল দয়া নয়, বরং এটি বিত্তবানদের ওপর তাদের অধিকার বা হক। জামায়াতে ইসলামী একটি গণমুখী সংগঠন হিসেবে সারা বছরই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং এই শীতে তা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, খাদিম নগর ইউনিয়ন জামায়াতের নির্বাচন কমিটির যুগ্ম আহবায়ক জয়নুল হক, নির্বাচন সেন্টার কমিটির সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি রাইস মিয়া, রুপেন্দ্র পাত্র, জুলেন্দ্র পাত্র, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ দিলোয়ার হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি
Related News
শনিবার সিলেটের যে এলাকায় মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর সরকারি মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) এলাকায় শনিবারRead More
শাবি প্রেসক্লাবের তিন দশক পূর্তি ও পুনর্মিলনীতে বর্ণিল সাজে ক্যাম্পাস
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন শাহজালালRead More



Comments are Closed