বাংলাদেশীদের জন্য যে সুখবর দিল মাল্টা
বৈশাখী নিউজ ডেস্ক: মাল্টা ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ যেখানে বাংলাদেশি প্রবাসীরা কাজের সুযোগ খুঁজে নিচ্ছেন। দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের অংশ হওয়ায় এখানে কাজের পরিবেশ, বেতন এবং সুযোগ-সুবিধা অনেক ভালো। মাল্টায় কীভাবে বাংলাদেশিরা কাজ পেতে পারেন, কী কী যোগ্যতা লাগবে এবং কীভাবে আবেদন করতে হয় বিস্তারিত জানানো হলো।
মাল্টায় কাজের চাহিদা-
মাল্টায় অনেক সেক্টরে বিদেশি কর্মীদের প্রয়োজন হয়। বাংলাদেশিদের জন্য মূলত নিচের সেক্টরগুলোতে কাজের সুযোগ বেশি পাওয়া যায়: হোটেল ও রেস্টুরেন্ট: শেফ, ওয়েটার, ক্লিনার, বারিস্তা, কনস্ট্রাকশন: রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ডেলিভারি ও লজিস্টিক: ডেলিভারি রাইডার, ড্রাইভার, হেলথ কেয়ার: কেয়ারগিভার, নার্সিং সহকারী, আইটি ও টেকনোলজি: সফটওয়্যার ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, ডাটা এন্ট্রি।
কাজের জন্য যোগ্যতা ও শর্তাবলি-
মাল্টায় কাজের জন্য সাধারণত নিচের যোগ্যতাগুলো দরকার হয় তা হলো কমপক্ষে ঝঝঈ বা ঐঝঈ পাস (কিছু ক্ষেত্রে দক্ষতা থাকলে শিক্ষাগত যোগ্যতা দরকার নেই), সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা (বিশেষ করে হোটেল, কনস্ট্রাকশন, ও হেলথ কেয়ার সেক্টরে), ইংরেজি ভাষার মৌলিক জ্ঞান।
মাল্টার ওয়ার্ক পারমিট ও ওয়ার্ক ভিসা-
মাল্টায় কাজ করতে হলে প্রথমে একটি কোম্পানি বা নিয়োগদাতা থেকে জব অফার পেতে হবে। এরপর তারা আপনার জন্য ওয়ার্ক পারমিট আবেদন করবে।
ওয়ার্ক ভিসার ধাপসমূহ:-
জব অফার পাওয়া : মাল্টার কোম্পানির সঙ্গে যোগাযোগ করে চাকরির অফার নিতে হবে।
ওয়ার্ক পারমিট আবেদন : মাল্টার নিয়োগদাতা (কোম্পানি) আপনার নামে Identity Malta অফিসে ওয়ার্ক পারমিটের আবেদন করবে।
ভিসা আবেদন : ওয়ার্ক পারমিট পাওয়া গেলে আপনি মাল্টার দূতাবাসে বা সেন্টারে ভিসার জন্য আবেদন করবেন।
ফ্লাইট ও প্রবেশ : ভিসা পাওয়া গেলে আপনি মাল্টায় গিয়ে কাজে যোগ দিতে পারবেন।
মাল্টার জন্য ওয়ার্ক ভিসা কোথা থেকে পাওয়া যায়?
বাংলাদেশ থেকে সরাসরি মাল্টার জন্য ভিসা পাওয়া একটু কঠিন, তবে মালয়েশিয়া, দুবাই, কাতার, বা সৌদি আরব থেকে মাল্টায় যাওয়া তুলনামূলক সহজ। অনেক বাংলাদেশি আগে এসব দেশে গিয়ে অভিজ্ঞতা অর্জন করে পরে মাল্টার জন্য আবেদন করেন।
বেতন ও জীবনযাত্রার খরচ-
মাল্টায় কর্মীদের বেতন নির্ভর করে কাজের ধরন ও অভিজ্ঞতার ওপর। হোটেল ও রেস্টুরেন্ট: ৯০০-১২০০ ইউরো। কনস্ট্রাকশন ও ম্যানুয়াল লেবার: ১২০০-১৫০০ ইউরো। আইটি ও হাই স্কিলড কাজ: ২০০০ ইউরো এর বেশি, ডেলিভারি/ড্রাইভার: ১০০০-১৪০০ ইউরো।
কেন মাল্টায় কাজ করবেন?
কেউ ইউরোপে ভালো আয় এবং ক্যারিয়ার গড়তে চান, তাহলে মাল্টা হতে পারে আপনার জন্য একটি ভালো গন্তব্য।
Related News
বাংলাদেশীদের জন্য যে সুখবর দিল মাল্টা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাল্টা ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ যেখানে বাংলাদেশি প্রবাসীরা কাজেরRead More
কানাডার নতুন ঘোষণা, ৫ হাজার বিদেশি চিকিৎসকের স্থায়ী বসবাসের সুযোগ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কানাডা জুড়ে তীব্র চিকিৎসক–সংকট মোকাবিলায় নতুন করে পাঁচ হাজারRead More



Comments are Closed