Main Menu

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবটের বিশ্বরেকর্ড

Manual5 Ad Code

প্রযুক্তি ডেস্ক: অবিশ্বাস্য হলেও সত্য—মানুষ নয়, চীনের তৈরি মানবাকৃতির একটি রোবট কোনো বিরতি ছাড়া টানা ৩ দিন ধরে ১০৬ কিলোমিটার হেঁটে গিনেস বিশ্বরেকর্ড গড়েছে।

Manual8 Ad Code

সাংহাই ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাজিবট তৈরি করেছে অত্যাধুনিক এই রোবটটি, যার নাম ‘এ-টু’। রুপালি–কালো রঙের এই রোবট টানা সবচেয়ে বেশি দূরত্ব হাঁটার মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছে, যা ভবিষ্যৎ প্রযুক্তির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই রোবটটি ট্রাফিক আইন মেনে চলতে সক্ষম হওয়ায় পথচারী মানুষের মতোই সিগন্যাল, ভিড়, সরু রাস্তা ও বিভিন্ন বাধা পেরিয়ে স্থিরভাবে এগিয়ে যেতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা পুরো যাত্রার প্রতিটি ধাপের ওপর নিবিড়ভাবে নজর রেখেছেন।

Manual7 Ad Code

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, রোবটটি গত ১০ নভেম্বর সন্ধ্যায় পূর্ব চীনের সুঝো শহর থেকে তার ঐতিহাসিক যাত্রা শুরু করে এবং টানা হাঁটার পর ১৩ নভেম্বর সাংহাইয়ের ঐতিহাসিক ওয়াটারফ্রন্ট বান্ড এলাকায় পৌঁছে। রোবটটির এই অবিচ্ছিন্ন শক্তির জোগান দিয়েছে অ্যাজিবটের উন্নত হট-সোয়াপ ব্যাটারি প্রযুক্তি।

এছাড়াও, এতে রয়েছে ডুয়াল জিপিএস, লাইডার এবং ইনফ্রারেড ডেপথ সেন্সর। এসব উন্নত প্রযুক্তির সাহায্যে এ-টু দিন–রাত পরিবেশ বুঝে নিরাপদে পথ চলতে পারে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code