রাজনগরে সড়কে গাছ ফেলে অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে থানা থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর দিকে রাজনগর- ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ভোর রাতে গাছ ফেলা হলেও সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন গাছ কেটে সড়ক পরিস্কার করলে যান চলাচল সাভাবিক হয়। তবে গাছ ফেলে ডাকাতি করা হয়েছে নাকি সড়ক অবরোধ করা হয়েছে তা এখনো নিশ্চত হওয়া যায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজগর থানা থেকে উত্তর দিকে প্রায় ২ কিলোমিটর দূরে উপজেলার সদর ইউনিয়নের নন্দিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে ভোর রাত চারটার দিকে দুটি বড় গাছ কেটে ফেলে রাখে দূর্বৃত্বরা। এসময় যান চলাচল তেমন না থাকলেও দূর্পাল্লার কয়েকটি গাড়ি আটকে থাকে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার স্থানীয় লোকজন সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে সড়ক পরিস্কার করে। এসময় সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইন তৈরী হয়ে যায়। স্থাণীয় লোকজন বলছেন, ভোর রাতে খুব জোরে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান তারা। এখানে যে গাছ ফেলা হচ্ছে সেটি আচ করতে পারেননি।
এদিকে পুলিশ বলছে, দক্ষ গাছ কাটার লোক ছাড়া এতো দ্রুত এখানে এতো বড় গাছ ফেলা সম্ভব নয়। দ্রুত সময়ে গাছ ফেলা হয়েছে। তবে ডাকাতির উদ্দেশে গাছ ফেলা হয়নি বলেই তারা মনে করছেন। ভোরে এখানে কোন গাড়িতে আক্রমনের খবরও পাওয়া যায়নি।
রাজনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা মোঃ আলী হোসেন বলেন, ভোর ৪টা ৫০ মিনিটে ওসি মোবারক হোসেন আমাকে ফোন দিয়ে ঘটনার কথা জানান। খবর পেয়ে আমরা দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তা প্রাথমিকভাবে পরিষ্কার করি। এছাড়াও গাছ অপসারণ কাজে সহায়তা করতে যোগ দেন মৌলভীবাজার সওজ কর্তৃপক্ষও যোগ দেয়। সড়ক সম্পূর্ণ পরিষ্কার হওয়ার পর স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, আমি টহল অবস্থায় মুন্সীবাজার এলাকায় ছিলাম। পরে রাজনগর হয়ে টেংরা বাজার যাই। এসময় নন্দীউড়া বিদ্যালয়ের সামনে সড়কের উপর তিনটি গাছ কেটে ফেলে রাখার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই।
তিনি আরো বলেন, এখানে সড়ক অবরোধ না কি ডাকাতির চেষ্টা হয়েছে তা বুঝা যাচ্ছে না। কারা তবে, ডাকাতির কোন সংবাদ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।
Related News
কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবিরে শতাধিক রোগীর চিকিৎসা প্রদান
Manual5 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে বিনামূল্যেRead More
রাজনগরে সড়কে গাছ ফেলে অবরোধ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে থানা থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর দিকেRead More



Comments are Closed