গুগল সার্চে আপনার নাম-নম্বর নিজেই মুছে ফেলবেন যেভাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: আজকাল ইন্টারনেটে নিরাপত্তা বড় চ্যালেঞ্জ। অনেক সময় গুগল সার্চে নিজের নাম লিখে খুঁজলে দেখা যায় মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা এমনকি জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর পর্যন্ত ভেসে আসছে! ভাবুন তো, এই তথ্য যদি প্রতারকের হাতে পৌঁছে যায় কী ভয়াবহ হতে পারে!
তবে এখন আছে ভালো খবর গুগল নিজেই দিচ্ছে ‘Results About You’ নামের এক নতুন টুল, যার মাধ্যমে আপনি নিজেই গুগল সার্চ থেকে নিজের ব্যক্তিগত তথ্য সরিয়ে ফেলতে পারবেন।
যেভাবে মুছবেন নিজের তথ্য
. ভিজিট করুন এই লিংকঃ https://myactivity.google.com/results-about-you
. আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন।
. সেখানে আপনার মোবাইল নম্বর, ই-মেইল ও ঠিকানা যুক্ত করুন।
. গুগল আপনাকে নোটিফিকেশন পাঠাবে, যেখানে আপনি তথ্য মুছে ফেলার আবেদন করতে পারবেন।
যে ধরনের তথ্য মুছে ফেলা যাবে
. গুগলের তথ্য অনুযায়ী, নিচের ব্যক্তিগত তথ্য সরানোর অনুরোধ করা যাবে—
. মোবাইল নম্বর
. ই-মেইল ঠিকানা
. বাসার ঠিকানা
. জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর
. ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
. পাসওয়ার্ড বা লগইন তথ্য
. ব্যক্তিগত স্বাক্ষর
. মেডিকেল রেকর্ড
বিশেষজ্ঞদের মতে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, গুগলের এই নতুন টুল ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এক বড় পদক্ষেপ। তবে সতর্কবার্তাও দিয়েছেন তারা একবার কোনো তথ্য ইন্টারনেটে ছড়িয়ে গেলে তা পুরোপুরি মুছে ফেলা সবসময় সহজ হয় না।
তাদের পরামর্শ, অনলাইনে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে একাধিকবার ভাবুন, এবং নিয়মিত গুগলে নিজের নাম সার্চ করে তথ্য যাচাই করুন।গুগল এখন আপনাকে দিয়েছে নিজের তথ্য রক্ষার হাতিয়ার। তাই সময় এসেছে সচেতন হওয়ার। নিজের তথ্য নিজেই নিয়ন্ত্রণ করুন নিরাপদ থাকুন।
Related News
অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন
Manual2 Ad Code তথ্যপ্রযুক্তি ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফেসবুকে যুক্ত হলো বহুল প্রত্যাশিত ‘ডিসলাইক’Read More
ফেসবুকের নতুন যে সেটিংস অন না করলে কমে যাবে রিচ ও মনিটাইজেশন সুযোগ!
Manual5 Ad Code তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফেসবুক এখন শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়—এটি হয়ে উঠেছে লাখোRead More



Comments are Closed