সিলেটে সুইপার কলোনি থেকে ৮ জুয়াড়ী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা সুইপার কলোনি থেকে ৮ জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কশিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভার্থখলা সুইপার কলোনি থেকে ৮জনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, মোগলাবাজার থানার জালালপুর গ্রামের মনোয়ার আলী ও আনোয়ারা বেগমের ছেলে মন্টু মিয়া (৩৮), সাদীপুর গ্রামের আব্দুল খালেক ও জাহানারা বেগমের ছেলে খোকন (৩২), জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার আক্তার মিয়া ও রাবেয়া বেগমের ছেলে সানি মিয়া (২০), মোগলাবাজার থানার শিববাড়ি এলাকার কাজল দাস ও সেলি রানী দাসের ছেলে জয় দাস (২২), হরগৌরি গ্রামের গোলক পাল ও মিনু রানী পালের ছেলে বিপ্লব পাল (৩০), ভার্থখলা এলাকার মকবুল হোসেন ও ফাতেমা বেগমের ছেলে মোহাম্মদ আলী (৩৮), একই এলাকার পদু মিয়া ও নয়ন তারার ছেলে মোর্শেদ মিয়া (২৭) ও দক্ষিণ সুরমার বদিকোনা গ্রামের জয় কুমার দাস ও শ্যামলী রানী দাসের ছেলে অপূর্ব দাস (২০)।
এ ব্যাপারে যথাযত আইনী প্রক্রিয়া শেষে তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন সাইফুল ইসলাম।
Related News
শাবিপ্রবিতে বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) র্যাবিসমুক্ত, নিরাপদ ওRead More
সিলেটে দেওয়ানি আদালতে মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তি বেশি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জেলা ও দায়রা জজ আদালতে বার্ষিক বিচার বিভাগীয়Read More



Comments are Closed