Main Menu

সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারসহ ৭ দাবিতে তিন দিন ধরে অনশনে তরুণ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করাসহ সাত দাবিতে তিন দিন ধরে অনশন করছেন সিলেটের এক তরুণ। গত ৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর থেকে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারের সমেনে অনশন শুরু করেন আব্দুল্লাহ মামুন সুজন নামের ওই তরুণ।

শনিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অনশন অব্যাহত রেখেছেন সুজন। সিলেটের বিভিন্ন অঙ্গণের অনেকেও এই তিনদিনে সুজনের সাথে একত্মতা পোষণ করেন। শনিবার বিকেলে সুজনের অনশনে একাত্মতা পোষণ করে নগরে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট জেলা ও মহানগর শাখা এবং রেভিটা বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা।

মিছিল শেষে সন্ধ্যায় শহীদ মিনারের সামনে নগরের চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে তারা।

শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, শহীদ মিনার চত্বরের বাইরের ফুটপাতে সামিয়ানা টানিয়ে বসে আছেন আব্দুল্লাহ মামুন সুজন। তার সাথে বসে আছেন আরও কয়েকজন। তাদের পাশে রয়েছে দাবি সম্বলিত প্ল্যাকার্ড।

তার ৭ দফা দাবিগুলো হলো- সিলেটের জন্য বিশেষ বাজেট ঘোষণা করতে হবে, সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে পাশাপাশি আভ্যন্তরীন ও আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা বাড়াতে হবে, সিলেট থেকে ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইটে বিমানের টিকেটের দাম কমাতে হবে, সিলেট-ঢাকা ট্রেনের ডাবল লাইন নির্মাণ করতে হবে এবং নতুন ট্রেন বাড়াতে হবে, সিলেটে পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, সিলেটের পর্যটন খাত উন্নয়নের জন্য বিশেষ বাজেট ঘোষণা করতে হবে।

Manual1 Ad Code

সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল্লাহ মামুন সুজন পেশায় ব্যবসায়ী। আগে তিনি গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। তবে বর্তমানে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নন বলে জানিয়েছেন সুজন।

অনশন প্রসঙ্গে সুজন বলেন, সিলেটের সাথে বৈষম্য করা হচ্ছে। সিলেট দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। সিলেটের সড়ক ও রেলপথের অবস্থা খুবই নাজুক। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন এ এলাকার মানুষেরা।

Manual5 Ad Code

তিনি বলেন, সিলেটের প্রবাসীরা ও এখানকার প্রাকৃতিক সম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু সিলেটকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হচ্ছে। তাই সিলেটের উ্ন্নয়নে সাত দফা দাবিতে অনশন শুরু করেছি। দাবি আদায়ে সুনির্ধিষ্ট ঘোষণা আসার পূর্ব পর্যন্ত অনশন চলবে।

শনিবার দুপুরে সুজনের সঙ্গে একাত্মতা পোষণ করতে আসেন লোকসঙ্গীত শিল্পী জহির অচিনপুরী। এ সময় তিনি বলেন, একসময় সিলেটের নেতারা জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। এখন সেই মাপের নেতার অভাব রয়েছে। এর প্রভাব পড়েছে সিলেটের উন্নয়নে। দীর্ঘদিন ধরে সিলেটে উন্নয়নের ছিঁটেফোটাও লাগেনি। সিলেট বৈষম্যের শিকার হচ্ছে।

Manual2 Ad Code

একাত্মতা জানিয়ে সড়ক অবরোধ : সুজনের এই অনশনে একাত্মতা জানিয়ে শনিবার বিকেলে মিছিল ও সন্থ্যা থেকে সড়ক অবরোধ করে রেভিটা বাংলাদেশ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট জেলা ও মহানগর শাখা। সড়ক অবরোধ করে তারা দাবির সপক্ষে বিভিন্ন শ্লোগান দেন।

সংগঠনের নেতৃবৃন্দরা জানান, ‘সিলেটবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। প্রশাসনের নির্বিকার ভূমিকা আর মেনে নেওয়া যায় না।’

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code