Main Menu

সন্ত্রাসী-মাদক চক্রের থাবা থেকে মুক্তি চান এয়ারপোর্ট এলাকাবাসী

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন সিদাইরগুল, মাখরখলা, কুশাল, কালাগুল, ভারারহাট ও ফাইকপাড়া এলাকার শান্তিপ্রিয় ও আইনমান্যকারী এলাকাবাসী আজ (৯ অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

Manual4 Ad Code

স্মারকলিপিতে তারা এলাকায় সক্রিয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে জরুরি আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Manual4 Ad Code

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, কোম্পানীগঞ্জ উপজেলার ফেদারগাঁও এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা তিন বছর আগে স্থানীয় জনগণের প্রতিরোধে সেখানে টিকতে না পেরে সিদাইরগুল এলাকায় এসে আশ্রয় নেয়। স্থানীয় অসৎ ব্যক্তি ছাদির মিয়ার সহায়তায় তারা সেখানে নতুন করে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

Manual5 Ad Code

অভিযোগে বলা হয়, এ চক্রের সদস্যরা হলেন (১) কাউছার, (২) কয়েছ, (৩) ইলিয়াছ ও (৪) আল আমিন; সর্ব পিতা: আব্দুস সুবহান, বর্তমান ঠিকানা: সিদাইরগুল। তাদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও এয়ারপোর্ট থানায় মাদক, চাঁদাবাজি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে, তবুও তারা অদৃশ্য কারণে আইনের ধরা ছোঁয়ার বাইরে।

এলাকাবাসী জানান, সর্বশেষ ৩ অক্টোবর রাত ১টার দিকে স্থানীয়রা ভারতীয় মদ ও ৪০ পিস ইয়াবাসহ আল আমিন ও মনছুরকে হাতে-নাতে আটক করে এয়ারপোর্ট থানায় সোপর্দ করেন। কিন্তু অসৎ পুলিশ অফিসারের আর্থিক যোগসাজশে তারা রাতেই ছাড়া পেয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

স্মারকলিপিতে সিদাইরগুল এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক স্থিতি ফিরিয়ে আনতে দ্রুত প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়াও স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার, দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা (স্টেডিয়াম, সিলেট), র‌্যাব-৯, গোয়েন্দা সংস্থা, এয়ারপোর্ট থানার ওসি সহ বিভিন্ন সংবাদমাধ্যমে।

Manual7 Ad Code

এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে মাদক ও সন্ত্রাসের দৌরাত্ম্য বন্ধ হয়ে সিদাইরগুল এলাকায় আবারও শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code