জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ, ১৫৯ জনের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলং এ দুই উপদেষ্টার গাড়ী বহরের গতি রোধ করে বিক্ষোভের ঘটনায় সদ্য বহিস্কৃত যুবদল নেতা জাহিদকে প্রধান আসামী করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে বাকী ১৫০ জনকে অজ্ঞাত আসামী হিসেবে দেখানো হয়েছে।
রোববার (১৫ জুন) রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান। তিনি বলেন, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে। তিনি জানান, দ্রুত অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনীভাবে সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে গতিরোধ করে বাধা ও অবৈধ ভাবে অবরোধ করে সরকারী কর্মচারীকে সরকারী কাজে বাধাদান করার অভিযোগ আনা হয়েছে। মামলা নম্বর ১২ তারিখ-১৫/০৬/২০২৫ । মামলায় ১৪৩/৩৪১/৩৪২/১৮৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গোয়াইনঘাট থানা পুলিশের তথ্য মতে মামলায় প্রধান আসামী করা হয়েছে এ ঘটনার পর সদ্য বহিস্কৃত যুবদল নেতা জাহিদ খানকে। দ্বিতীয় আসামী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। এছাড়া মামলায় আরো ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য গত শনিবার জাহিদ ও ৫ আগষ্টের পর চিহ্নিত পাথর খেকো আজিরের নেতৃত্বে সিলেটের জাফলং এ বন উপদেষ্টা সৈয়দা রিজ্ওয়ানা হাসান ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়ী বহরের গতি রোধ করে বিক্ষোভের ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় ৩০ ঘন্টাপর মামলা দায়ের করলো পুলিশ।
Related News

ওসমানীনগরে প্রবাসী নারীকে হয়রানির অভিযোগ আ.লীগ নেতা ও পুলিশের বিরুদ্ধে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশ ও নিষিদ্ধ আওয়ামী লীগRead More

সিলেট-তামাবিল সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল-জাফলং মহাসড়কের কাটাগাঙ নামক স্থানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষেরRead More
Comments are Closed