Main Menu

তাহিরপুর সীমান্ত থেকে বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামঞ্জে তাহিরপুরে মেঘালয় সীমান্ত এলাকায় বিপন্ন প্রজাতির একটি বনরুই উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ জুন) সন্ধায় টাঙ্গুয়া হাওরে কলাগাও গ্রামের জনৈক এক জেলের মাছ ধরার জালে বনরুইটি আটকে যায়। তারপর তিনি মাছ মনে করে বনরুইটি বিক্রির জন্য নিয়ে আসেন সীমান্ত সংলগ্ন কলাগাও বাজারে।

সে সময় বনরুইটি দেখতে বাজারে প্রচুর উৎসুক জনতার ভীর জমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম কলাগাও বাজরে পৌছে জেলের কাছ থেকে বিরল প্রজাতির বনরুইটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন।

বুধবার (১১ জুন) উদ্ধারকৃত প্রাণিটিকে রাতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সে সময় বন্যপ্রাণি কর্মকর্তা সিলেট থেকে আসতে বিলম্ব হওয়ায় স্থানীয় ইউপি সদস্য আমীর আলীর কাছে বনরুইটি জিম্মায় রাখেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম বলেন, বনরুই আমাদের দেশে বিপন্ন অবস্থায় চলে গেছে। বিক্রির জন্য নিয়ে আসা বনরুইটি উদ্ধার করে বন বিভাগের কাছে দেয়া হয়েছ।

 

Share





Related News

Comments are Closed