Main Menu

ছাতকে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে ফেইসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়া এবং এর জবাবে পাল্টা স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (১১ জুন) উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামেসকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমেরতল গ্রামের ফয়জুল হক ও তোতা মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলমান রয়েছে। এরই জেরে দুই পক্ষের ছেলেরা কটুক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আধাঘন্টা ব্যাপী সংঘর্ষে দুইপক্ষের ১০ ব্যাক্তি আহত হয়েছেন।

গুরতর আহত জলাল মিয়া, ফয়জুল হক, সিরাজুল হক,আশিকুল ও জিল্লুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা কৈতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন তালুকদার জানান, দুইপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

বিরোধ নিয়ে একাধিক সালিশ বৈঠক ও হয়েছে। বুধবার তাদের পূর্ব বিরোধের জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়- সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকাল পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।

 

Share





Related News

Comments are Closed