Main Menu

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টা ঈদের নামাজ শুরু হয়।

প্রধান উপদেষ্টা ছাড়াও জাতীয় ঈদগাহের প্রথম জামাতে নামাজ আদায় করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার, বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ অনেকেই নামাজ আদায় করেন।

এদিকে ঈদের নামাজকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে।

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস, র‍্যাব, পুলিশ, এসএসএফসহ বিভিন্ন বাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তার আয়োজনস্থল পর্যবেক্ষণ করেছেন।

এবার জাতীয় ঈদগাহ মাঠে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এবার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টায় এবং ১০টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed