Main Menu

বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বনানীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতদের একজন মোটরসাইকেল চালক আশরাফুর রহমান আশিক (২৪), অপরজন আরোহী আসিফ মাহমুদ সম্পদ (২৫)।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার ইউএনবিকে জানান, সকাল ৯টা ৩০ থেকে ৯টা ৪০–এর মধ্যে বনানীতে এক্সপ্রেসওয়ের ঠিক পাশেই সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেলেও হেলপারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, মোটরসাইকেল চালক আশিক সম্প্রতি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রাইড শেয়ারিং করছিলেন। নিহত আরোহী আসিফ মাহমুদ একজন মেরিন ইঞ্জিনিয়ার।

Share





Related News

Comments are Closed