নবীগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহনন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কোনা বনগাঁও গ্রামে জয়গুন বিবি (৫০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে নিজ বাড়িতে বিষপান করলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জয়গুন বিবি ওই গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের কোনা,বনগাওঁ গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী জয়গুন বিবি মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে বিষপান করে। তখন বাড়ির লোকজন তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ সুরতহাল রিপোর্টের পর পোষ্টমর্টেমের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। তিনি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Related News

চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের পুকুর থেকে গৃহবধু ইসমত আরা(৩৫) এর মরদেহRead More

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, চালক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে হবিগঞ্জের নবীগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণেরRead More
Comments are Closed