নবীগঞ্জে নারীদের জন্য নান্দনিক মসজিদ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার বালিকা শাখায় স্থাপিত হয়েছে জেলার প্রথম পূর্ণাঙ্গ মহিলা মসজিদ। ‘হজরত ফাতিমা (রা.) মহিলা হিফজ ভবন ও মসজিদ’ নামে এই মসজিদটি নারীদের জন্য ধর্মীয় শিক্ষা ও ইবাদতের এক ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।
নবীগঞ্জ পৌরসভার পূর্বতিমিরপুর এলাকায় অবস্থিত এই মসজিদে প্রতিদিন মাদরাসার প্রায় ৩৫০ জন ছাত্রী একসঙ্গে নামাজ আদায় করেন। শুধু নামাজই নয়, এই মসজিদের সঙ্গে সংযুক্ত হিফজ বিভাগেও ছাত্রীদের কোরআন হিফজ ও ইসলামি শিক্ষাদান কার্যক্রম পরিচালিত হয়। ফলে এটি একটি পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।
দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার দাখিল শ্রেণির ছাত্রী মারজানা আক্তার বলেন, আমরা আগে ছোট ছোট দলে ভাগ হয়ে আলাদা জায়গায় নামাজ পড়তাম। এখন এই সুন্দর মসজিদে সবাই একসাথে নামাজ আদায় করতে পারছি। এখানে নামাজ পড়লে এক ধরনের শান্তি পাই।
হিফজ বিভাগের ছাত্রী নুসরাত জাহান বলেন, এই মসজিদ শুধু নামাজের জায়গা না, আমরা এখানে কোরআন শিখি, দোয়া করি, ইসলামি আদর্শে বড় হওয়ার শিক্ষা পাই। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ।
আলিম শ্রেণির ছাত্রী আসমা বেগম বলেন, আমাদের মসজিদে নামাজের পাশাপাশি ধর্মীয় আলোচনাও হয়। একসঙ্গে জামাতে নামাজ পড়া আমাদের মধ্যে একতা ও শৃঙ্খলা তৈরি করেছে।
অষ্টম শ্রেণির ছাত্রী রোকসানা আক্তার বলেন, প্রথমবার এই মসজিদে নামাজ পড়তে এসে মনে হয়েছিল আমি যেন কোনো পবিত্র স্থানে আছি। প্রতিদিন এখানে নামাজ আদায় করতে খুব ভালো লাগে।
২০২২ সালের ১৫ মার্চ হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক ইশরাত জাহান মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মসজিদটি নির্মাণ করেন প্রবাসী সমাজসেবক ও মাদরাসার শুভানুধ্যায়ী মামুন চৌধুরী। তার এই উদ্যোগকে স্থানীয় জনগণ ও ধর্মপ্রাণ মহল দারুণভাবে প্রশংসা করেছে।
মসজিদটি পরিচালনার দায়িত্বে থাকা মাদরাসার অধ্যক্ষ মো. লুৎফুর রহমান জানান, আমাদের লক্ষ্য ছিল ছাত্রীদের জন্য একটি নিরাপদ, পর্দার সুবিধা সংবলিত মসজিদের ভেতরেই অজুর সুবিধাসহ মনোমুগ্ধকর পরিবেশে নামাজ আদায়ের ব্যবস্থা করা। এখন তারা মসজিদে নিয়মিত নামাজ আদায় করছে এবং প্রতি বৃহস্পতিবার এই মসজিদে কুরআন হাদিস চর্চার বিশেষ আয়োজনের মাধ্যমে ছাত্রী ও বয়স্ক নারীরা ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হচ্ছে।
অধ্যক্ষ আরো জানান, হবিগঞ্জ-নবীগঞ্জ রোডের পাশে অবস্থিত এই মসজিদে দূর-দূরান্তের অনেক নারীযাত্রী গাড়ি থামিয়ে নামাজ আদায় করে থাকেন। আমাদের দেশে নারীদের জন্য যাত্রাপথে নামাজ আদায়ের তেমন ব্যবস্থা নেই। দারুল হিকমায় অবস্থিত এই মসজিদটি ধার্মিক, নামাজি নারীদের জন্য এক বিশেষ নেয়ামত।
Related News

চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের পুকুর থেকে গৃহবধু ইসমত আরা(৩৫) এর মরদেহRead More

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, চালক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে হবিগঞ্জের নবীগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণেরRead More
Comments are Closed