Main Menu

স্বাধীনতা দিবসে জেলা বিএনপির কর্মসূচি

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

Manual7 Ad Code

বুধবার সকাল ১০টায় নগরীর জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে থেকে এক শোভাযাত্রা বের হবে, যা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হবে। এতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে। নির্ধারিত সময় সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে পুষ্পস্তবক অর্পণ সম্পন্ন হবে।

Manual3 Ad Code

এছাড়াও, বাদ যোহর পবিত্র শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হবে।

অনুরূপভাবে, জেলার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি আয়োজনের আহ্বান জানানো হচ্ছে।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীকে এ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সফল করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code