ভিসা বাতিলে নতুন পদ্ধতি যুক্তরাষ্ট্রের, আওতায় পড়বেন যারা

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে নতুন পদ্ধতি অবলম্বন শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, শিক্ষার্থীদের ভিসা বাতিলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হবে।
গত বৃহস্পতিবার (০৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ব্যক্তিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সমর্থক মনে করা হবে তাদের ভিসা বাতিল করবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ তথ্য জানিয়েছে।
ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে মন্ত্রণালয়। তাকে হামাস সমর্থক বা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাক্সিওস জানিয়েছে, বিচার বিভাগ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিকমাধ্যমে জানান, সন্ত্রাসবাদী সমর্থকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে। আইন ভঙ্গকারী আন্তর্জাতিক/বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলসহ তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে। তবে এ বিষয়ে অন্য দুটি বিভাগ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে একটি নির্বাহী আদেশে অ্যান্টিসেমিটিজম মোকাবিলার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পক্ষে ফিলিস্তিনপন্থি প্রতিবাদে অংশগ্রহণকারী বিদেশি শিক্ষার্থীদের বের করে দেওয়া হবে।
Related News

গুজরাটে সহস্রাধিক বাংলাদেশি গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসী হামলার জেরে ভারতজুড়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে চিরুনি অভিযানRead More

গাজায় একই পরিবারের ১২ জনসহ নিহত আরও ৬০
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় রক্তে রঞ্জিত হয়ে উঠছে গাজা। গত ২৪Read More
Comments are Closed