সিলেটে কলেজ ক্যাম্পাস নির্মাণে লন্ডনে ২ কোটি টাকার ফান্ড রাইজিং

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ইউনিভার্সাল আইডিয়াল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ উপলক্ষে কলেজ ট্রাস্টিদের উদ্যোগে ফান্ড রাইজিং ও গালা ডিনার অনুষ্টিত হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি সোমবার রাতে পুর্ব লন্ডনের একটি অভিজাত হলে এ ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়।
কলেজের ভুমি দাতা ও ট্রাস্টী বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ মিম্বর আলীর সভাপতিত্বে ও কলেজের ট্রাস্টি মুহাম্মদ নাসির উদ্দিন এবং সাহান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী, ইউকে ট্রাইব্যুনাল জাজ ব্যারিস্টার নজরুল খসরু। শিক্ষা ক্ষেত্রে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভুমিকার কথা উল্লেখ করে কলেজ নির্মাণে প্রবাসীদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, দাউদপুর তথা সিলেটে শিক্ষার প্রসারে এই কলেজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কলেজের ইতিবৃত্তানত তুলে ধরেন কলেজের ট্রাস্টি, কাউন্সিলার নওশাদ আলী এবং ট্রাস্টি মিজানুর রহমান।
কলেজের ট্রাস্টি আখলাকুর রহমান লকু’র স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বি সি এর সভাপতি অলি খান এমবিই, ব্যারিস্টার আতাউর রহমান, আবুল হায়াত নুরুজ্জামান, ব্যারিস্টার খালেদ নুর, নিউহামের সিভিক মেয়র রহিমা রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, মেয়র মইন কাদরী, মেয়র আমিরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী, সোহেল চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, কলেজের ট্রাস্টি আব্দুল রশীদ বাবুল, ব্যারিষ্টার নূরুল হুদা জুনেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাফা আহমদ লাকী, তাজ উদ্দিন, আজিজুর রহমান আলম, কয়েছ আহমদ লিটন, সামীম তুর্কি, গৌছ উদ্দিন, আজিজুর রহমান আলম, নাজমুল হুসেন, আব্দুল হক সাজু, হায়দর হুসেন, আবুবকর ফয়সল, মোঃ মানিক মিয়া, শরীফ চৌধুরী, কামাল আহমদ, দুলাল আহমদ, ফেরদৌস চৌধুরী , নজমুল ইসলাম, দারা মিয়া হায়দর হোসেন প্রমূখ।
ফান্ড রাইজিং পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইমাম আজমল মাসরুর। সাড়া জাগানো এই ফান্ড রাইজিং ইভেন্টে দুই কোটি টাকা অনুদানের ঘোষণা আসে। প্রথম দশ লক্ষ টাকা ঘোষণা করেন আক্তার মিয়া রহমান।
আমেরিকা থেকে ভার্চুয়াল বক্তব্য রাখেন, মোহাম্মদ মনসুর আহমদ, সফিউর রহমান বাবলু প্রমুখ। বাংলাদেশ থেকে যুক্ত ছিলেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোহাম্মদ জিলু খান। শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা তাজ উদ্দিন হাজারী শাহজালাল। প্রেসবিজ্ঞপ্তি
Related News

যুক্তরাষ্ট্র থেকে ৫ বাংলাদেশিকে দেশে ফেরত
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি নাগরিকদেরRead More

সৌদিতে ভবন থেকে পড়ে কোম্পানীগঞ্জের যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদের হারাত শহরে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. নজরুল ইসলাম (২৪)Read More
Comments are Closed