কোম্পানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথরে বেড়াতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহদি (৫) নামে এক শিশুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার পর হাসপাতালে মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
জানা যায়, মাহদি তাঁর বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সাথে কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটন স্পটে বেড়াতে এসেছিল। তাঁর পিতা মো. মমিনুল হক মামুন। বাড়ি লক্ষ্মীপুর সদরের চৌপল্লী গ্রামে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মামুন চৌধুরী জানান, মোটরসাইকেলে করে পাড়ুয়ার দিকে যাচ্ছিলাম। টুকেরবাজার আসামাত্র সামনের দিক থেকে আসা একটি ট্রাকের নিচে শিশুটিকে পড়ে যেতে দেখি। ট্রাকটিকে থামাতে চিৎকার করছিলাম। কিন্তু তার আগেই গাড়ির সামনের বামদিকের চাকায় পিষ্ট হয়ে শিশুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ হাসপাতালে নিয়ে আসি। সেখান থেকে নেয়া হয় সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুপুর ২টার দিকে টুকেরবাজার এলাকায় ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ট্রাকটিকে থানায় নিয়ে আসা হয়েছে।
Related News

জৈন্তাপুরে ১৫৫ কার্টুন ভারতীয় মাল্টা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সেনাবাহিনীর টহল চলাকালে একটি ডিআই পিকআপ ভর্তিRead More

বিশ্বনাথে সাবেক স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে প্রবাসীর মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডাকাত অপবাদ দিয়ে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায়Read More
Comments are Closed