Main Menu

সিলেট মেরিন একাডেমিতে দুদকের অভিযান

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেটে কার্যাদেশ প্রদানে অনিয়ম, গাড়ি ব্যবহারে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মো. নাজমুস সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশন সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা যায়, সিলেট মেরিন একাডেমির বেশকিছু অসংগতি নিয়ে গত ৩ ফেব্রুয়ারি ‘সিলেট মেরিন একাডেমির নৌ প্রকৌশলী হুমায়ুনের নয়ছয়’ শিরোনামে সিলেটের একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে অনিয়মের অভিযোগ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করেছে দুদক এনফোর্সমেন্ট টিম।

দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মো. নাজমুস সাদাত বলেন, আমাদের টিম মঙ্গলবার সিলেট মেরিন একাডেমিতে অভিযান পরিচালনা করে। বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট-এ কার্যাদেশ প্রদানে অনিয়ম, গাড়ি ব্যবহারে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সিলেট এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, অভিযানকালে সিলেট শহরের অদূরে মেরিন একাডেমিতে অধ্যয়নরত মেরিন ক্যাডেটদের আবাসিক শিক্ষা কার্যক্রমের প্রয়োজনে গত বছরের ১২ জানুয়ারি যে দরপত্র আহ্বান করা হয়েছে সেসব নথিপত্র সংগ্রহ করা হয়। এ ছাড়া মেরিন একাডেমিতে ব্যবহৃত গাড়ি সরবরাহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম। অভিযোগ সংশ্লিষ্ট দরপত্র ও অন্যান্য রেকর্ডপত্র বিশ্লেষণ করে টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

 

Share





Related News

Comments are Closed