লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট, ইউ কে -এর নির্বাচন সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিন সুরমার লালাবাজার ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সংগঠন লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট, ইউকের দ্বি বার্ষিক সম্মেলন ও নতুন সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৬ জানুয়ারী রোববার লন্ডনস্থ দারুল উম্মাহ হলে বিপুল সংখ্যক ট্রাস্টি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে প্রাণবন্ত এ সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি আব্দুল হাফিজ ফজলু।
ট্রাস্টের সেক্রেটারী মাহমুদুল হাসান রাসেল ও সাবেক সেক্রেটারী আব্দুল কুদ্দুস খানের যৌথ পরিচালনায় ও প্রচার সম্পাদক আব্দুল কাদির লাভলুর সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
সভাপতি ফজলুর স্বাগত বক্তব্য ও আগত অতিথিবৃন্দের বক্তব্যের পর পরই ট্রাস্টের আয়-ব্যয়ের হিসাব ও ট্রাস্ট কর্তৃক সম্পাদিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তারিত রিপোর্ট পেশ করেন ট্রেজারার শেখ নজরুল ইসলাম।
এবারের সম্মেলন উপলক্ষে সমাজের উন্নয়নে অসামান্য অবদান রাখায় আমাদের ইউনিয়নের দুই জন বিশিষ্ট ব্যাক্তিত্ব, সকলের পরিচিত মুখ ও লুয়েটের সম্মানিত উপদেষ্টা নেছাওয়ার মিয়া ও নূর মিয়াকে ট্রাস্টের পক্ষ থেকে আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়।
পরে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এনামুল হক এবং সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক উমর আলী রিপন উপস্থিত অতিথিদের নিয়ে সম্মেলন উপলক্ষে নিয়মিত প্রকাশিত ম্যাগাজিন ‘লুয়েট বার্তা’র মোড়ক উন্মোচন ও বিতরন করা হয় ।
এক পর্যায়ে ট্রাস্টের আগামী সেশনের জন্য নির্বাচিত নতুন কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনারআব্দুল বারী এবং তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার আশিক মিয়া ও ইকবাল আহমদ।
২৫ সদস্য বিশিস্ট নতুন কমিটিতে যারা নির্বাচিত হলেন, সভাপতি – সাহেদুর রহমান, সহ সভাপতি (চারজন) – লাল মিয়া, সৈয়দ জাকির আহমদ, মাসুম মিয়া ও আব্দুল কাদির লাভলু। সেক্রেটারী -কবির আহমদ সুহেল, সহ সেক্রেটারী – আবু হানিফ, ট্রেজারার – সুরমান মিয়া, সহ ট্রেজারার – উমর আলী রিপন, সাংগঠনিক সম্পাদক -বদর উদ্দিন আহমদ এনাম, সহ সাংগঠনিক সম্পাদক – জাভেদুর রহমান জানু, প্রচার সম্পাদক -মুহাম্মদ বশর, সহ প্রচার সম্পাদক – মশিউল হুসেন খান সায়েম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক – তাজুল ইসলাম, সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক – বখতিয়ার আহমেদ, নির্বাহী সদস্য (দশজন) আব্দুল বাতিন, আব্দুল হাফিজ ফজলু, মনসুর আহমদ, আশরাফুল হক খান রুমান, আব্দুল কুদ্দুস খান, শেখ নজরুল ইসলাম, আলী হুসেন লয়লু, মাহমুদুল হাসান রাসেল, এনামুল হক ও মুহিবুর রহমান মুর্শেদ।
নতুন কমিটি ঘোষণার পর বিদায়ী কমিটির সভাপতি ও সেক্রেটারি নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সেক্রেটারিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। সাথে সাথে উপস্থিত সকলে করতালির মাধ্যমে নতুন কমিটিকে স্বাগত জানান।
সম্মেলনে আরোও বক্তব্য রাখেন, উপদেষ্টা আব্দুল হান্নান, আব্দুল বারী, আব্দুল আহাদ, জুনাব আলী, সৈয়দ সামসুল হুদা, আশিক মিয়া, ইব্রাহীম আলী খন্দকার, আশরাফ আলী মখন, মকসুদ রহমান, ইকবাল আহমদ, ডাঃ আতাউর রহমান, আব্দুল বাতিন, ফয়ছল আলী, মিসবাহুল বারী, মনসুর আহমদ, প্রমুখ।
অতঃপর; নব-নির্বাচিত সভাপতি সাহেদুর রহমান বক্তব্য রাখেন এবং শেষে দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়। দোয়া পরিচালনা করেন সহ সভাপতি সৈয়দ জাকির আহমদ।
Related News

অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন ‘সিলেটি শামীমা’
বৈশাখী নিউজ ডেস্ক: অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেয়েছেন সিলেটি বংশোদ্ভূত নারী শামীমা বেগম। দুই ব্রিটিশRead More

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ শনিবারRead More
Comments are Closed