Main Menu

‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া’

বৈশাখী নিউজ ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া।

শনিবার রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে। যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে। কর সংক্রান্ত বিষয়ে তিনি উল্লেখ করেন, প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় করই গুরুত্বপূর্ণ, তবে এর সঠিক প্রয়োগ সর্বাধিক গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, চলতি অর্থনৈতিক মন্দার মধ্যেও গত ডিসেম্বর মাসে ব্যাংকগুলি অনৈতিকভাবে লাভ করেছে, যা খতিয়ে দেখা উচিত।

Share





Related News

Comments are Closed