ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: বান্দরবানের আলীকদমে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড তারাবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলীকদম ইউনিয়নের নাছির চেয়ারম্যান পাড়ার ২নম্বর ওয়ার্ড মাসুক আহম্মদের ছেলে মো. বেলাল (৩০), ২ নম্বর ওয়ার্ড বাজার পাড়ার মিন্টু র ছেলে মিনহাজ(১৮) এবং মনুমিস্ত্রীর কলোনী এলাকার চেয়ারম্যান পাড়ার মো. ছৈয়দ আমিনের বাবা মারা গেছেন। তার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী তারাবনিয়া এলাকার বাসিন্দা পাখী বেগম গণমাধ্যমকে বলেন, ‘আলীকদম থেকে দুটি ট্রাক একে অপরকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক দুটি লামা উপজেলার দিকে যাওয়ার সময় বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেল চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা তিনজন নিহত হন। পরে চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাকটির নম্বর চট্টগ্রাম : ল-৭২।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
Related News

দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেনRead More

মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে কিশোরের আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ায় মো. জুনায়েদ (১৫)Read More
Comments are Closed