৬ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে ব্যয় হবে প্রায় ৬ হাজার কোটি টাকা।
সোমবার (২৪ নভেম্বর) ঢাকার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে সভা হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ হাজার ৯১৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন করবে ১ হাজার ৯৫ কোটি ৯৪ লক্ষ টাকা। বৈদেশিক অর্থায়ন থাকছে ৪ হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৩২ কোটি ৫৫ লাখ টাকা।
একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন’ প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ টু প্রোমোট ইয়ুথ এন্টারপ্রেনারশিপ’ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (ক্যাচমেন্ট-২ ও ৪)’ প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প। এছাড়া, ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে দুটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়।
Related News
স্থানীয় সরকার সংস্কার কমিশনকে মতামত ও সুপারিশ জানাতে আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার সংস্কার কমিশনকে যেকোনো ব্যক্তি ও সংগঠন থেকে মতামত ও সুপারিশRead More
নভেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬, আহত ৫৯৯
বৈশাখী নিউজ ডেস্ক: গত নভেম্বর মাসে সারা দেশে কমপক্ষে ১০৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এRead More
Comments are Closed